IIC-Switzerland Phonak সুইস ব্র্যান্ডের এই IIC-টি খুবই ক্ষুদ্রাকৃতির। কানের ছিদ্রের ভিতরে বসানো থাকে। বাহির থেকে সহজে বোঝা যায় না। যাদের কানে শোঁশোঁ শব্দ আছে, এই মেশিনটি ব্যবহার করলে কানের শোঁশোঁ শব্দ ৮০ ভাগ কমে যায়। কোন কোন ক্ষেত্রে পুরোটাই চলে যায়।